ঝালকাঠি সাংবাদিকবান্ধব রিপোর্টার্স ইউনিটির ২১ সদস্য নতুন কার্যনিবাহী কমিটি গঠন।

Loading

সৈয়দ রুবেল, ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ ডিবিসি নিউজ টিভির জেলা প্রতিনিধি আল-আমিন তালুকদারকে সভাপতি ও দৈনিক ভোরের কাগজের আব্দুল মন্নান তাওহীদকে সাধারণ সম্পাদক করে ঝালকাঠি রিপোর্টার্স ইউনিটির ২১ সদস্য বিশিষ্ট নতুন কার্যনিবাহী কমিটি গঠন করা হয়েছে।শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে স্থানীয় দেশবাংলা ফাউন্ডেশনের কনফারেন্স হলে সাংবাদিক রিয়াজুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় উপস্থিত সদস্যদের সম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য এ কমিটি গঠন করা হয়।কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মো. আতিকুর রহমান (সময়ের আলো), সহ-সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন রুবেল (মোহনা টেলিভিশন), ও আলোকিত বাংলাদেশ প্রতিনিধি সাংগঠনিক সম্পাদক গোলাম মাওলা শান্ত (পূর্বপশ্চিমবিডি নিউজ), অর্থ সম্পাদক বাবুল মিনা (আমাদের নতুন সময়), দপ্তর সম্পদক মো. রুবেল সিকদার (ভোরের ডাক), প্রচার সম্পাদক আরিফ খান (বরিশাল সময়), কার্যনির্বাহী সদস্যরা হলেন, রিয়াজুল ইসলাম বাচ্চু (বর্তমান কথা), শাহাদাত হোসেন মনু (প্রতিদিনের সংবাদ), মো. সাইফুল ইসলাম (আনন্দ টিভি), মো. খালিদ হাসান (দিপ্ত টিভি), মো. নুরুজ্জামান (দেশ জনপদ), মো. মাছুম খান (আজকের বরিশাল), নাঈম হাওলাদার (আমার সংবাদ), আমির হোসেন (বিজনেস বাংলাদেশ), সাইফুল ইসলাম (আজকের দর্পন), মো. সাইদুল ইসলাম (যায়যায় দিন), মো. বশির হাওলাদার (খোলা কাগজ), মো. সিদ্দিক আকন (ভোরের পাতা), মো. ইমাম হোসেন (বিপ্লবী বাংলাদেশ)।