ঠাকুরগাঁওয়ে হিন্দু সম্প্রদায়ের উপর হামলা বন্ধের দাবি

Loading

ঠাকুরগাঁওয়ে হিন্দু সম্প্রদায়ের উপর হামলা বন্ধের দাবি জানিয়েছে পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। রবিবার দুপুরে সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের সিংগিয়া শাহপাড়া গ্রামে আগুনে পুড়ে দেওয়া একটি হিন্দু পরিবারের বাড়ি পরিদর্শন শেষে এ দাবি জানায় কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের সাধারাণ সম্পাদক নির্মল চ্যাটার্জি। নির্মল চ্যাটার্জি অভিযোগ করে বলেন, সারা বাংলাদেশে ২০১৪ সালে নির্বাচনের আগে ও পরে হিন্দু সম্প্রদায়ের উপর অনেক নির্যাতনের ঘটনা ঘটেছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ঠাকুরগাঁওয়ের এই হিন্দু পরিবারের বাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। যারা এই হিন্দু পরিবারের বাড়িতে আগুন দিয়ে মানুষদের পুড়িয়ে হত্যা করার চেষ্টা করেছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। হিন্দু সম্প্রদায়ের উপর হামলার ঘটনার কোন আপোষ নেই। তিনি আরও বলেন, ২০০১ ও ২০১৪ সালে বিএনপি অনেক নির্যাতন নিপীড়ন করেছেন হিন্দু সম্প্রদায়ের মানুষের উপর। মা ও মেয়েকে একসঙ্গে ধর্ষণ পর্যন্ত করেছে তারা। বাংলাদেশ এখন আর সেই অবস্থায় নেই; বিএনপির মরা গাঙ্গে আর জোয়ার আসবে না। হিন্দু সম্প্রদায়ের আপনারা যারা আছেন, আপনারা কোন ভয় পাবেন না। নির্মল চ্যাটার্জি বলেন, ঠাকুরগাঁও শান্তিপ্রিয় জায়গা। এখানে হিন্দু-মুসলমান সহ অন্য ধর্মের মানুষরা একসঙ্গে বসবাস করছে। এখানে কোন অশান্তি নেই। এই শান্তিপ্রিয় জায়গায় ভোর বেলা এসে দুস্কৃতকারীরা হিন্দু পরিবারের বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে। আমরা দেখলাম এখানে নিজ পর্যন্ত মানে মাটি পর্যন্ত পুড়ে গেছে। যাই হোক আপনারা কেউ ভয় পাবেন না। ঠাকুরগাঁওয়ে হিন্দু সম্প্রদায়ের উপর হামলা বন্ধের দাবি জানান তিনি। এসময় কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি অ্যাড. ইন্দ্রনাথ রায়, সাংগঠনিক সম্পাদক সুবাশিষ বিশ্বাস সাধন, দপ্তর সম্পাদক বিপ্লব দে, ঠাকুরগাঁও জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষ, সাংগঠনিক সম্পাদক অসোক কুমার দাস প্রমুখ উপস্থিত ছিলেন। ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামান মনির বলেন, হিন্দু বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় মামলা হয়েছে; আসামীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। গত শুক্রবার ভোরে কৃষ্ণ ঘোষের বাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে ওই পরিবারের ঘরবাড়ি সহ বাড়ির আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায় এবং শুক্রবার রাতেই কৃষ্ণ ঘোষ বাদি হয়ে ঠাকুরগাঁও সদর থানায় একটি মামলা দায়ের করেন । ঠাকুরগাঁও সদর থানার ওসি (তদন্ত) চিত্ত রঞ্জন রায় বলেন, মামলায় সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান লিটন সহ ৯ জনের নাম উলে­খ করা হয় এবং অজ্ঞাত আরও ১২ জনকে আসামী করা হয়। মামলার বরাত দিয়ে ওসি (তদন্ত) চিত্ত রঞ্জন রায় বলেন, সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নে এজাহার নামীয় আসামীরা বেশ কিছুদিন ধরে এলাকার হিন্দু সম্প্রদায়কে আতঙ্কগ্রস্থ করার জন্য বিভিন্ন ধরনের তান্ডব চালিয়ে আসছিল। এরই ধারাবাকিতায় শুক্রবার ভোরে ওই ইউনিয়নের সিংগিয়া শাহপাড়া গ্রামের বাসিন্দা কৃষ্ণ ঘোষের বাড়িতে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেয় আসামীরা। এতে ৮টি ঘর, ধান, হাঁস-মুরগী, ছাগল সহ ঘরে থাকা মালামাল পুড়ে ভষ্মিভূত হয়ে প্রায় ১১ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।