প্রচ্ছদ অর্থনীতি তালতলীতে ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রস্তুতি সভা

তালতলীতে ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রস্তুতি সভা

Loading

মৃধা শাহীন শাইরাজ,তালতলী প্রতিনিধি(বরগুনা) প্রতিনিধিঃ বরগুনার তালতলীতে ঘূর্ণিঝড় মোকাবিলায় তালতলীতে প্রথম প্রস্তুতি সভা করেছে উপজেলা প্রশাসন। আজ রবিবার বিকাল ৩টায় উপজেলার পায়রা সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সতর্কতামূলক নির্দেশনা দেয়া হয়। তালতলী উপজেলার সাইক্লোন সেন্টার প্রস্তুত রাখার কথা বলা হয়। পাশাপাশি সব স্কুল-কলেজগুলোকে আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহারের জন্য প্রস্তুতির নির্দেশনা দেয়া হয়।

করোনার সতর্কতা স্বাস্থ্যবিধি নিয়ম মানার জন্য সাইক্লোন সেন্টারগুলোকেও নির্দেশনা দেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রশাসক মো আসাদুজ্জামান ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান রেজবি-উল কবির জোমাদ্দার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সেলিম মিয়া, উপজেলা ভাইস
চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তাক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনিকা নাজনিন মনি, রেডক্রিসেন্ট, পুলিশ, আনসার ও ভিডিপি, উন্নয়ন সংস্থাসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা, সকল উপি চেয়ারম্যান, তালতলী প্রেসক্লাব সভাপতি মুঃ আঃ মোতালিব সহ অন্য অন্য সাংবাদিকবৃন্দ প্রমুখ।