দক্ষিণী সিনেমার দাপট নিয়ে যা বললেন সালমান

Loading

বিনোদন ডেস্ক:ভারতজুড়ে চলছে দক্ষিণী চলচ্চিত্রের দাপট। বলিউডকে ছাপিয়ে তামিল, তেলেগু কিংবা কন্নড় সিনেমাই বেশি সাফল্য পাচ্ছে। যার প্রমাণ হলো ‘পুষ্পা: দ্য রাইজ’, ‘কেজিএফ’, ‘আরআরআর’-এর মতো সিনেমাগুলো। যার সামনে বলিউডের বহুল আলোচিত সিনেমাগুলো মুখ থুবড়ে পড়ছে।

মুম্বাইয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দক্ষিণী ছবির সাফল্য নিয়ে নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে সালমান খান বলেন- ‘আর আর আর’ ছবি ভালো ব্যবসা করছে, তা সত্যিই দারুণ খবর। তবে এটা বুঝতে পারি না দক্ষিণী ছবি আমাদের এখানে ভাল চললেও, আমাদের ছবি দক্ষিণে কেন ভালো চলে না?

বলিউড ভাইজানের কথায়- হিরোইজমই ছবির আসল ইউএসপি। বলিউড প্রথম থেকেই এ ধরনের ছবি তৈরি করতে আগ্রহ দেখিয়েছে। আমার ছবিগুলো সবই তা-ই। যে ছবি দেখে গায়ের রক্ত গরম হবে, সেরকমই ছবি বানানো উচিত। এ ফমুর্লা দক্ষিণের আগে বলিউডে ছিল। এখন আমাদের ফমুর্লাতেই দক্ষিণী ছবি মারকাটারি ব্যবসা করছে।

সালমান তার নিজের অভিনীত ‘দাবাং’ ছবিটি ব্যবসা সফলতার জন্য দক্ষিণ ভারতে পবন কল্যাণের তেলুগু ভাষায় করার কথা উল্লেখ করে বলেন, দক্ষিণী সিনেমার দাপটে মনে হচ্ছে বলিউড দিন দিন পিছিয়ে পড়ছে।

এরইমধ্যে দক্ষিণী ছবিতে অভিনয় করতে যাচ্ছেন সালমান খান। তেলুগু সুপারস্টার চিরঞ্জীবীর আগামী ছবি ‘গডফাদার’ দিয়েই দক্ষিণী ইন্ডাস্ট্রিতে সাইন করবেন বজরঙ্গী ভাইজান।

মালায়ালাম ‘লুসিফার’ ছবিটিই তেলুগু ভাষায় রিমেক করছেন চিরঞ্জীবী। যেখানে ভাইটাল রোলে পর্দা কাঁপাবেন সালমান।