ধর্মকে ব্যবহার করে কেউ রাজনীতি করতে পারবে না: রেলমন্ত্রী

Loading

ধর্মকে ব্যবহার করে কেউ রাজনীতি করতে পারবে না বলে জানিয়েছেন রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে পঞ্চগড়ের দেবীগঞ্জের পেড়ালবাড়ীতে রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মার জম্মোৎসব উপলক্ষে ক্ষত্রিয় মহাসম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আমরা একই গ্রামে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিষ্টানসহ নানা মানুষ বসবাস করে আসছি। আমাদের নিজেদের মধ্যে কোনো বিদ্বেষ নেই, নিজেদের মধ্যে কোনো রেষারেষি নেই। সুতরাং ধর্মকে ব্যবহার করে কেউ আর রাজনীতি করতে পারবে না।

মন্ত্রী বলেন, আপনারা জানেন যে ধর্মকে ব্যবহার করে এক শ্রেণির মানুষ, যারা আমাদের মধ্যে বিভেদ তৈরি করে, যারা হীন স্বার্থ, চরিতার্থ করতে চায় সেটির বিরুদ্ধে বঙ্গববন্ধু সব সময় সংগ্রাম করেছেন, আন্দোলন করেছেন। সেই নীতিতে আজকে বাংলাদেশ পরিচালিত হচ্ছে।

ডা. বসন্ত কুমার রায়ের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন- নির্মল চন্দ্র বর্মণ, বাবু জীবধন বর্মণ, বীপেন চন্দ্র রায়, হরিশ চন্দ্র রায়সহ ক্ষত্রিয় মহাসম্মেলন উদযাপন কমিটির সদস্যরা।