মোঃ সম্রাট আলাউদ্দিন ( ধামরাই প্রতিনিধি):ঢাকার ধামরাই’তে ভ্রাম্যমান আদালতের অভিযানে অবৈধ বালু উত্তোলনের জোড়া দু’টি ড্রেজার মেশিন ধ্বংস।
ধামরাইতে কিছু অসাধু মহল স্থানীয় প্রভাব খাটিয়ে বংশী নদী ও ধলেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে থাকে। এদেরকে কোনভাবেই দমিয়ে রাখা যাচ্ছে না।
এর আগেও কয়েকবার ভ্রাম্যমাণ আদালত অবৈধ ড্রেজার মেশিন পুড়িয়ে দিয়েছে। কিন্তু বালুখেকো রা জায়গা পরিবর্তন করে আবার কোথাও না কোথাও অবৈধ ড্রেজার মেশিন লাগিয়ে বালু উত্তোলন করে।
আজ ১১ই জুন মঙ্গলবার ধামরাই বংশী নদীতে অবৈধ বালু উত্তোলনের সময় ভ্রাম্যমান আদালতের অভিয়ানে ধামরাই উপজেলার বালিয়া ইউনিয়নের উত্তর বাস্তা বংশী নদীর পাড়ে ভ্রাম্যমান আদালত প্রধান ম্যাজিষ্ট্রেট ও ধামরাই উপজেলার সহকারী কমিশনার (ভূমি) অন্তরা হালদার এ”অভিযান পরিচালনা করেন।
অবৈধ বালু উত্তোলনকারীরা পালিয়ে গেলেও অবৈধ বালু উত্তোলনের উপকরন ৭০০ফুট প্লাস্টিকের পাইপ ও জোড়া দুটি ড্রেজার মেশিন ধ্বংস করে দেন।