প্রচ্ছদঅপরাধধামরাইয়ে স্ত্রী ও ছেলের হাতে বাবা খুন, আটক ২
ধামরাইয়ে স্ত্রী ও ছেলের হাতে বাবা খুন, আটক ২
মোঃ সম্রাট আলাউদ্দিন(ধামরাই প্রতিনিধি) ঢাকার ধামরাইয়ে মতিয়ার রহমান (৫০) নামে এক ব্যক্তিকে পারিবারিক দন্ডের কারণে হত্যার অভিযোগে তার স্ত্রী ও পুত্র কে আটক করেছে ধামরাই থানা পুলিশ।
আজ রোববার (১০ মে) সকালে তাদেরকে আটক করা হয়। এর আগে একইদিন ভোররাতে উপজেলার সুতিপাড়া ইউনিয়নের বালিথা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মতিয়ার রহমান ধামরাইয়ের সুতিপাড়া ইউনিয়নের বালিথা গ্রামের নান্দু ব্যাপারীর ছেলে। সে দুই ছেলে ও এক মেয়ের পিতা। আটক স্ত্রীর নাম কাজলী (৪০) বেগম ও ছেলের নাম রবিন হোসেন।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, অভিযুক্ত কাজলী বেগমের বিরুদ্ধে অনৈতিক সম্পর্কের অভিযোগ ছিলো। এনিয়ে স্বামীর সঙ্গে তার কলহ লেগে থাকতো। এছাড়া মতিয়ারের ছোট ছেলে মাদকাসক্ত রবিনের সঙ্গেও নানা বিষয়ে ঝগড়া লেগে থাকতো। এ ঘটনার জেরেই মতিয়ারকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হয়।
এবিষয়ে ধামরাই থানার পুলিশ পরিদর্শক মাসুদুর রহমান বলেন, অভিযুক্ত দুইজনকে আটক করা হয়েছে। পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।