বিপ্লব,সাভারঃ ঢাকার ধামরাই উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের বাড়বাড়িয়া এলাকা থেকে, হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৪ সিপিসি ৩, মানিকগঞ্জ র্যাব-৪ , ক্যাম্প অপারেশন টিম।
রবিবার ( ৮ আগস্ট) দুপুর ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার ধামরাই থানাধীন গাংগুটিয়া ইউনিয়নের বাড়বাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে ১০ গ্রাম হেরোইন সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন- মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলারনয়াডিঙ্গি এলাকার মোঃ লুৎফর রহমানের ছেলে মোঃ জুলহাস ওরফে জুলু (৫০) ।
ঘটনাস্থল থেকে একটি মোবাইল ফোন ও হেরোইন বিক্রির নগদ ২৪,৮০০ টাকা উদ্ধার করা হয়। সে দীর্ঘদিন যাবৎ হেরোইন সেবন ও ব্যবসার সাথে জড়িত। তার বিরুদ্ধে ধামরাই থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেন, কোম্পানি কমান্ডার লেঃকমান্ডার আরিফ,সিপিসি ৩ ,মানিকগঞ্জ ।