মোঃ সম্রাট আলাউদ্দিন (ধামরাই প্রতিনিধি) ঢাকার ধামরাইয়ে মোবিন নামের ৫ বছরের এক শিশু অপহরণের পাঁচ দিন পর মরদেহ উদ্ধার করেছে ধামরাই থানা পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আজিজুল(২৮) নামে এক জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
আজিজুল মঙ্গলবাড়ি গ্রামের জয়নাল এর ছেলে। শিশু মোবিন ধামরাই উপজেলার বাইশাকান্দা ইউনিয়নের মঙ্গলবাড়ি গ্রামের প্রবাসী আব্দুল করিমের দ্বিতীয় ছেলে ।
পারিবারিক সুএে যানা যায় শিশু মোবিন চকলেট কিনতে বাড়ির পাশে দোকানে যায় । কিন্তু এরপর আর বাড়িতে ফিরে আসেনি।
তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে পায়নি তার স্বজনরা।এ ঘটনায় শনিবার রাতে শিশুর মামা থানায় সাধারণ ডায়েরি করে । ঘটনার দিন রাতেই তাদের টয়লেটের কাছে একটি চিরকুট পাওয়া গেছে।চিরকুটে লেখা ছিল মোবিনের কথা ২৪ ঘণ্টা স্মরণ রাখবে এছাড়া একটি মোবাইল নম্বরও লেখা ছিল।
পুলিশ ঘটনায় জড়িত থাকার সন্দেহে একই এলাকার মফিজ উদ্দিনের বাড়ির কেয়ারটেকার অভিযুক্ত আজিজুল হককে আটক করে।
পরবর্তীতে ধামরাই বেনিপুর মসজিদের উত্তর পাশে বুধবার (১১ ডিসেম্বর) ভোররাতে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। শিশু মোবিনের মরদেহ উদ্ধার করেছে ধামরাই থানা পুলিশ। ময়নাতদন্তের জন্য লাশ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুটিকে হত্যার পর মরদেহ নদীর মধ্যে ফেলে রেখে গেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রকৃত ঘটনা জানা যাবে।