মাগুরায় আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য আটক

Loading

আশরাফ হোসেন পল্টু,মাগুরা প্রতিনিধি :মাগুরায় আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্যকে আজ বুধবার আটক করেছে মাগুরা সদর থানা পুলিশ। আটককৃত ৪ ডাকাত হলো-মিজানুর রহমান (৫২), রাসেল মুন্সী (৩০), আলমগীর ওরফে সান্ট ু(৩০) ও আলী হোসেন (৩২)। তাদেও বাড়ি ফরিদপুর ও মাগুরা জেলায়। মাগুরা সহকারি পুলিশ সুপার (শালিখা সার্কেল) আবির সিদ্দিকী শুভ্র সকাল ১১টায় মাগুরা সদর থানামিলনায়তনে এক প্রেসব্রিফিং-এ সাংবাদিকদের জানান, আটককৃত ৪ ডাকাত আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তারা গত ২৬ অক্টোবর শ্রীপুরের গোবিন্দপুর, ৬ নভেম্বর শ্রীপুর উপজেলার ওয়াপদা মোড় ও ২ ডিসেম্বর শালিখা থানার বুনাগাতি এলাকায় সংঘবদ্ধ হয়ে শামীম খন্দকার, সুমন মোল্যা ও স্বপন বিশ্বাসের পথ গতিরোধ করে তাদের নিকট থেকে নগদ অর্থ, মোবাইল ফোন, ইজিবাইক, মোটরসাইকেল ও স্বর্ণের চেন ছিনতাই করে। এরপর এদের নামে ছিনতাই ও ডাকাতি মামলা রেকর্ড হলে তিনি তথ্য প্রযুক্তির সহায়তায় মাগুরা পুলিশ সুপারের নির্দেশে পুলিশ কম্বাইন টিম নিয়ে ঘটনার সাথে জড়িতদের মঙ্গলবার রাতে মাগুরা, শ্রীপুর ও শালিখা থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রথমে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য আলী হোসেনকে সদরের কাদিরাবাদ এলাকা থেকে আটক করতে সক্ষম হন।

পরে আলী হোসেনের স্বীকারোক্তি অনুযায়ী অন্য তিন ডাকাতকে আটক করেন। আটককৃত ডাকাতদের নিকট থেকে ৬টি দেশিয় অস্ত্র, ৩টি মোবাইল সেট ও ১টি কালো রঙয়ের খেলনা পিস্তল জব্দ করা হয়েছে।

আটককৃতদের নামে মাগুরা ও ফরিদপুর থানার নিয়মিত ডাকাতি ও ছিনতাই মামলা রয়েছে ।
আটককৃতদের আজ বুধবার আদালতে প্রেরণ করা হয়েছে ।