মোঃ সম্রাট আলাউদ্দিন (ধামরাই প্রতিনিধি) ধামরাই উপজেলায় গুজব ছড়িয়ে বেশি দামে লবণ বিক্রির দায়ে ১০ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৯ নভেম্বর) রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মোহাম্মদ সামিউল হক বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে দঁশ ব্যবসায়ীকে মোট ৮৫ হাজার টাকা জরিমানা করেন।
ধামরাইর ইউএনও মোহাম্মদ সামিউল হক জানান,লবণের কেজি ২শ’ টাকা হবে হঠাৎ এমন গুজব ছড়িয়ে পড়ে ধামরাইয়ের বিভিন্ন হাটে-বাজারে। এসময় লবণ কিনতে বিভিন্ন দোকানে ভিড় করতে থাকেন সাধারণ মানুষ। মুহূর্তের মধ্যে ৩০ টাকা কেজির লবণ ১০০ টাকায় বিক্রি শুরু করেন ব্যবসায়ীরা।
পরে খবর পয়ে ধামরাইর বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করে ১০ জনকে মোট ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় গুজবে কান না দেওয়ার জন্য ধামরাইবাসীকে আহবান করা হয়।