ধামরাইয়ে ভাই ভাই বেকারী ও খাবার হোটেলে ভ্রাম্যমান আদালতের অভিযান।

Loading

মোঃ সম্রাট আলাউদ্দিন (ধামরাই প্রতিনিধি)ঢাকার ধামরাই উপজেলার শরীফবাগ এলাকায় খাবার হোটেল ও ভাই ভাই বেকারীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে ভাই ভাই বেকারীর মালিককে ২০ হাজার টাকা ও ছাব্বির খাবার হোটেলের মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ বিকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সামিউল হক ।

এ সময় তিনি ভোক্তা আইন ২০০৯ এর ৪৩ ধারা মোতাবেক লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা করা, মূল্য তালিকা প্রদর্শন না করা, জীবন ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুতের জন্য ভাই ভাই বেকারীকে ২০ হাজার টাকা ও পচাঁ, বাসি, নোংরা খাবার বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণের অপরাধে ছাব্বির খাবার হোটেলকে ৫ হাজার টাকা জরিমানা করে।

এ ছাড়া ২০ দিনের মধ্যে পরিবেশের মানোন্নয়নের ও লাইসেন্স বানানোর জন্যও সতর্ক করা হয়েছে।