ধামরাইয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনাসভা।

মোঃ (ধামরাই প্রতিনিধি) ঢাকার ধামরাইয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও মাদক বিরোধী প্রচারণা সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।“মাদককে রুখবো, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়বো” এ প্রতিপাদ্যে ধামরাই য়ে পালিত হয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী।

আজ সকাল ১১ টার দিকে ধামরাই উপজেলা প্রশাসনের কার্যালয় চত্ত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সামিউল হক সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ও শিক্ষার্থীরা র‌্যালিতে অংশ নেয়।

মাদক বিরোধী প্রচারণা উপলক্ষে উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়,এ সময় ধামরাই উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সামিউল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন- ধামরাই উপজেলা যুবলীগ সভাপতি ও ধামরাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাদ্দেস হোসেন, ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন সিরাজ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিদর্শক কবির উদ্দিন তালুকদার,পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নূরে রিফাত আরা সহ আরও অনেকে।