ধামরাইয়ে স্বপ্নডানা পরিবারের পক্ষ থেকে শীত বস্ত্র বিতরন।

মোঃ সম্রাট আলাউদ্দিন (ধামরাই প্রতিনিধি) সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই এবং “সচেতনতা শুরু হোক আমাদের থেকেই “এই শ্লোগানে আজ ১২ ঘটিকার সময় ধামরাই সিটি সেন্টারে স্বপ্নডানা পরিবারের পক্ষ থেকে
গরিব ও দুঃস্থ মানুষের মধ্যে শীত বস্ত্র বিতরন করা হয়।অনুষ্ঠানের মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশু, পঙ্গু, বয়স্ক নারী-পুরুষসহ অসহায় গরিব দুঃস্থ জনগোষ্ঠীর মধ্যে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।শীতের দুর্ভোগ লাঘবের জন্য স্বপ্ন ডানা পরিবারের নিজস্ব অর্থায়নে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। আনুষ্ঠানে ধামরাই পৌর আওয়ামী লীগ সভাপতি ও ধামরাই পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী সভাপতি ও ঢাকা ২০ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজির আহমদ। প্রধান অতিথি বক্তব্যে

স্বপ্ন ডানা পরিবারকে ধন্যবাদ দিয়ে বলেন মৌলিক অধিকারের মধ্যে অন্যতম বস্ত্র। আর শীত মৌসুমে সুবিধাবঞ্চিতদের মুখে হাসি স্বপ্ন ডানা পরিবার নিজেদের নিজস্ব অর্থায়নে অংশ দিয়ে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ধামরাই উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সাকু, উপজেলা ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন ধামরাই পৌর ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র শহীদুল্লাহ, ধামরাই উপজেলা যুবলীগ নেতা হাফিজুর রহমান হাফিজ, পৌর যুবলীগ সাধারণ সম্পাদক সানাউল হক সুজন, পৌর যুবলীগ সহ-সভাপতি আলী খান, ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ আলী,।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বপ্নডানা পরিবারের প্রতিষ্ঠাতা সভাপতি শাহরিয়ার ফেরদৌস রানা।