প্রচ্ছদ অর্থনীতি ধামরাইয়ে ১৯৬ টি পূজা মন্দিরে অনুদানের অর্থ বিতরণ।

ধামরাইয়ে ১৯৬ টি পূজা মন্দিরে অনুদানের অর্থ বিতরণ।

মোঃ সম্রাট আলাউদ্দিন (ধামরাই প্রতিনিধি)ঢাকার ধামরাই উপজেলার ১৯৬টি পূজা মন্দিরে দুর্গাপূজা উপলক্ষে মঙ্গলবার দুপুরে সরকারি অনুদান বিতরণ করা হয়েছে।

ধামরাই উপজেলা পরিষদ মিলনায়তনে পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা প্রধান অতিথি হিসেবে এ অনুদানের অর্থ বিতরণ করেন।

উপজেলা প্রশাসনের আয়োজনে বিতরণপূর্ব আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সামিউল হক সভাপতিত্ব করেন। এতে বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান সোহানা জেসমিন, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অজিত কুমার চক্রবর্তী, সাধারন সম্পাদক নন্দ গোপাল সেন প্রমুখ।