মোঃ সম্রাট আলাউদ্দিন (ধামরাই প্রতিনিধি) ঢাকার ধামরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোহাদ্দেছ হোসেনকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার কালামপুর পূর্ব পাড়া সবুজ সংঘ পক্ষ থেকে তাকে এ সংবর্ধনা দেয়া হয়।
উপজেলা চেয়ারম্যান মোহাদ্দেছ হোসেন সংবর্ধনায় আধুনিক ধামরাই গড়ার অঙ্গিকার করেন।
ঢাকা জেলা উত্তরা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংঠনিক সম্পাদক ফরিদ আহমেদ সুমন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোহাদ্দেছ হোসেন, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সুতিপাড়া ইউপি চেয়ারম্যান রেজাউল করিম রাজা, প্রিয় অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোমভাগ ইউপি চেয়ারম্যান মোঃ আজাহার আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালামপুর বাজার বনিক সমিতির সাবেক সভাপতি রবিউল করিম, ধামরাই পৌর যুবলীগের সভাপতি অামিনুর রহমান, ধামরাই সরকারি কলেজ এর সভাপতি হাবিবুর রহমান হাবিব।
এছাড়াও উপস্থিত সূতিপাড়া ইউনিয়নের সর্বস্তরের জনগন। পরে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করে ক্লোজ আপ তারকারা।