নওগাঁর মান্দায় মাদক বাল্য বিয়ে জঙ্গিবাদ বিরোধী সমাবেশ
আপেল মাহমুদ ,নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দায় মাদক, বাল্য বিয়ে, জঙ্গিবাদ ও ইভটিজিং বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে মৈনম ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন নওগাঁ পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া বিপিএম।
মৈনম ইউনিয়ন কমিনিউটি পুলিশিং কমিটি, মৈনম ইউনিয়ন পরিষদ ও মান্দা থানার যৌথ আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে মৈনম ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ইউপি সদস্য সাইদুর রহমানের সভাপত্বিতে অনুষ্ঠিত সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার জসিম উদ্দিন, সহকারী কমিশনার (ভ‚মি) এস এম হাবিবুল হাসান, সহকারী পুলিশ সুপার মতিয়ার রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান গৌতম কুমার মহন্ত, মান্দা থানার অফিসার্স ইনচার্জ মোজাফফর হোসেন, অফিসার ইনচার্জ (তদন্ত) তারেকুর রহমান, নওগাঁ জেলা আওয়ামী লীগের সাংস্কৃতি বিষয়ক সম্পাদক ব্রহানী সুলতান মামুদ (গামা) উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক মির্জা মাহবুব বাচ্চু, ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম, নওফেল আলী মন্ডল, আনিছার রহমান, বেলাল হোসেন খান প্রমুখ। উক্ত সমাবেশে, ইমাম, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, কাজী, গণমাধ্যম কর্মি ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহন করেন।