নওগাঁয় বিপুল পরিমাণ মাদকসহ আটক ২

আপেল মাহমুদ, নওগাঁ: নওগাঁ ডিবি পুলিশের বিশেষ অভিযানে ৫শ৪০ বোতল ভারতীয় ফেনসিডিল, ১১৭৫ পিচ ইয়াবা, ৫শ গ্রাম গাঁজা, ৪০গ্রাম হেরোইন এবং ১টি মোটরসাইকেল সহ ২জন মাদককারবারিকে আটক করা হয়েছে।আজ বুধবার (২৫ডিসেম্বর) বেলা ১১টায় নওগাঁ সদর থানার কাঠালতলী এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়েছে।

আটককৃত ২জন হলেন, নওগাঁ সদর উপজেলার ভবানীপুর দক্ষিণপাড়া গ্রামের খলিলুর রহমানের ছেলে শাহাদাৎ হোসেন রুবেল (৩৮) এবং ইয়াকুব আলীর ছেলে আহসান হাবীব (৩৫)।

বুধবার(২৫ডিসেম্বর) দুপুর ২টায় নওগাঁ জেলা ডিবি পুলিশের কার্যালয়ে পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান এবিষয়ে একটি প্রেস ব্রিফিং করেন।

প্রেস ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের বলেন, তার নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে ডিবির ওসি কেএম শামসুদ্দিন সঙ্গীয় অফিসার ফোর্সসহ বিশেষ অভিযানে আলুর বস্তার ভিতরে অভিনব কায়দায় রাখা ১১শ৭৫ পিচ ইয়াবা, ৫শ৪০ বোতল ভারতীয় ফেনসিডিল, ৪০গ্রাম হেরোইন, ৫শ গ্রাম গাঁজা এবং একটি মোটরসাইকেলসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। যার মূল্য ১৩ লক্ষ ৩২ হাজার টাকা।

তিনি আরও বলেন আটককৃতদের মাদক দ্রব্য নিরোধ আইনে মামলা দিয়ে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।