প্রচ্ছদ অপরাধ পৃথক ঘটনায় সাভার ও আশুলিয়া থেকে তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ আটক...

পৃথক ঘটনায় সাভার ও আশুলিয়া থেকে তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ আটক ১ (ভিডিও)

Loading

বিপ্লব,সাভার ঃ পৃথক ঘটনায় সাভার ও আশুলিয়া থেকে তিন জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। সকালে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতাল,আশুলিয়ার নরসিংহপুর ও শিকদারবাগ এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায় রাতে সাভারের তেঁতুলঝোড়া এলাকার স্কাইবার গার্মেন্টস এর ভিতরে গার্মেন্টস শ্রমিক সোহাগ (৩০) দুর্ঘটনায় গুরুতর আহত হয় পরে তাকে দ্রুত উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হলে সকালে তিনি মারা যান। অন্যদিকে আশুলিয়ার নরসিহপুর এলাকা থেকে অজ্ঞাত (৩০) এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এছাড়া আশুলিয়ার শিকদারবাগ এলাকায় রেবেকা নামের (২৮) এক নারীকে শ্বাসরোধ করে হত্যা করেছে তার স্বামী।

পরে পুলিশ আজ সকালে তার স্বামী মোস্তাফিজার রহমানকে আটক করেছে পুলিশ।
পরে পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে।

লাশ উদ্ধারের বিষয়টি নিশিচত করেছেন সংশ্রিষ্ট থানা পুলিশ।