বই হচ্ছে জীবনের পাল তোলা নৌকা:কাদের

Loading

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বই হচ্ছে জীবনের পাল তোলা নৌকা। যতই পড়বে ততই শিখবে।
সোমবার (২০ ফেব্রুয়ারি) বইমেলায় চিত্রনায়িকা জাহারা মিতুর ‘প্রেমিকার নাম কবিতা’ বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি একথা বলেন।

সবাইকে বই পড়তে উদ্বুদ্ধ করে ওবায়দুল কাদের বলেন, ‘বই পড়ার কোনো বিকল্প নেই। পড়াশোনা ছাড়া কেউ বড় হতে পারবে না। বড় হতে হলে বই পড়তে হবে এবং আরও পড়তে হবে। শেখার কোনো শেষ নেই, পড়ার কোনো বিকল্প নেই। তাই বইকে বলি জীবনের পাল তোলা নৌকা। যতই পড়িবে ততই শিখিবে।’

জাহারা মিতুর উদ্দেশে কাদের বলেন, মিতুকে নায়িকা বলে জানতাম, সে এখন কবি হয়ে গেছে। তার বই প্রকাশ পেয়েছে- নাম ‘প্রেমিকার নাম কবিতা’।
বইমেলা প্রসঙ্গে কাদের বলেন, ‘বইমেলা এবার আমার খুব ভালো লেগেছে, পরিষ্কার-পরিচ্ছন্ন। আগের চেয়ে ধুলো-বালি অনেক কম।’

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজাল বাবু, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ইনান প্রমুখ।