রাণীশংকৈলে ঐতিহাসিক গৌরক্ষনাথ মেলার উদ্বোধন

Loading

হুমায়ুন কবির,রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার প্রচীন ও ঐতিহাসিক তিনদিন ব্যাপি গৌরক্ষনাথ মেলার শুভ উদ্বোধন মন্দির চত্বরে গতকাল ১৯ ফেব্রুয়ারি রাত ৮ টায় অনুষ্ঠিত হয়।
গৌরক্ষনাথ মন্দির কমিটির সভাপতি কাশীনাথ দাসাধীকারীর সভাপতিত্বে মেলার শুভ উদ্বোধন করেন ঠাকুরগাঁও জেলা আ’লীগের সম্পাদক দীপক কুমার রায়।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ভারতের সাবেক এম এল এ প্রনব কুমার নাথ।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষ, সনাতন ধর্মলম্বীদের নেতা এ্যাডঃ অতুল চন্দ্র রায়, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ছবিকান্ত দেব প্রমুখ।

এবার মেলায় বিভিন্ন পরসা নিয়ে প্রায় শতাধিক স্টল ও দোকান বসবে বলে মেলা কমিটি জানান।

প্রসঙ্গত: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ ইউনিয়নে একটি জনশুন্য এলাকায় প্রায় ৫’শ বছর আগে অবস্থিত এই ঐতিহাসিক গৌরক্ষনাথ মন্দির। প্রতিবছরের ন্যায় শিব চতুর্দশী উপলক্ষে মন্দির কমিটির উদ্যোগে ৩ দিন ব্যাপী মেলার আয়োজন করা হয়। দেশের বিভিন্ন জেলা থেকে সনাতন ধর্মের শত শত নারী পুরুষ মেলায় এসে মন্দিরে অবস্থিত (কথিত) অলৌকিক কুপে পূর্ণস্নান করেন।

অতীতে মন্দিরটি প্রায় ২৭ একর জমি উপর অবস্থিত ছিলো। বর্তমানে ৮-৯ একর জমি মন্দিরের দখলে আছে। বাকী জমিগুলো বেদখল হয়ে গেছে।