বাল্য বিবাহ নারী নির্যাতন প্রতিরোধে মাগুরায় আজ থেকে মাঠে নামছে ৩৭৫জন শুভেচ্ছা দূত ।

Loading

আশরাফ হোসেন পল্টু, মাগুরা প্রতিনিধি ঃ এসএসসি পাশের পর একটি সাইকেল কিনে দেয়ার জন্য বাবা মায়ের কাছে অনেক আবদার করলেও সামর্থের অভাবে বাবা-মা তা কিনে দিনে পারেনি মাগুরা সদরের বেরইল নাজির আহমেদ কলেজের উচ্চ ম্যাধ্যমিক শ্রেণীর ছাত্রী খাদিজাকে।

গতকাল বৃহস্পতিবার সকালে মাগুরার নোমানী ময়দানে নিজের গোলাপী রং এর সাইকেল হাতে পেয়ে আনন্দে আত্মহারা বেরইল গ্রামের খাদিজা। নিজের সাইকেল চালিয়ে এখন সে ২ কিলোমিটার দূরবর্তী বাড়ি থেকে দ্রæত কলেজে আসতে পারবে। কলেজ থেকে বাড়ি ফিরতে এখন আর দেরি হবে না। নোমানী ময়দানে নিজের সাইকেল চালিয়ে নিজের আনন্দ প্রকাশ করে এসব কথা বলছিলেন খাদিজা। সেইসঙ্গে বাল্য বিবাহ প্রতিরোধে শুভেচ্ছা দূত হিসেবে কাজ করার সুযোগ পেয়ে আরও উচ্ছসিত হয়ে পড়ে খাদিজা। শুধু খাদিজা নয় শিলা সেন, ময়মুনা, পিংকিসহসবার মুখেই আনন্দের অতিশয্য। মাগুরা সদরের ১৩টি ইউনিয়নের ৩৭৫জন স্কুল কলেজের ছাত্রীর মাঝে বৃহস্পতিবার বিনামূল্যে বাই সাইকেল বিতরণ করা হয়েছে। এসব মেয়েরা বাল্য বিবাহ প্রতিরোধসহ নারী উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রে শুভেচ্ছা দূত হিসেবে কাজ করবে । সকালে মাগুরা শহরের নোমানী ময়দানে বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান মিলনায়তনে এ কার্যক্রমের উদ্বোধন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাগুরার জেলা প্রশাসক আলী আকবর। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মাহবুবুর রহমানসহ অন্যরা।

মাগুরা সদর উপজেলা নির্বাহী অফিসার আবু সুফিয়ান জানান- মোট জনসংখ্যার অর্ধেক নারী। তাদেরকে উদ্যোমী, সাহসি ও শক্তিশালী করে গড়ে তুলতে হবে। এজন্য লোকাল গভর্নমেন্ট সাপোর্ট প্রোজেক্ট-এলজিএসপি ৩ এর আওতায় এ সাইকেল বিতরণ করা হচ্ছে। প্রায় ৩০ লক্ষ টাকা ব্যয়ে এ প্রকল্পে সদর উপজেলার প্রতিটি গ্রামে একাধিক কিশোরী স্বেচ্ছাসেবক তৈরী হবে যারা গ্রামে গ্রামে বাল্য বিবাহ, নারী নির্যাতন, শিশু নির্যাতন, ইভটিজিংসহ আত্মনির্ভরতার সক্ষমতা অর্জনে শুভেচ্ছা দূতের কাজ করবে।

সাইফুজ্জামান শিখর এমপি বলেন- নারীর ক্ষমতায়নে এই সাইকেল খুবই শক্তিশালী ভূমিকা রাখবে। স্কুল কলেজের মেয়েদের মধ্যে আত্মমর্যাদা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হিসেবে কাজ করবে এটি। এর ফলে মেয়েদের শারীরীক ও মানসিক শক্তি বৃদ্ধি পাবে। যা উন্নত জাতী গঠনে খুবই গুরুত্বপূর্ণ।