বিএনপি’র দলীয় প্রতীক ধানের শীষ নিয়ে জামায়াতের ২২ জনের প্রার্থিতার বিষয়ে আপত্তি ।

Loading

বিএনপি’র দলীয় প্রতীক ধানের শীষ নিয়ে জামায়াতের ২২ জনের প্রার্থিতার বিষয়ে আপত্তির আবেদন তিনদিনের মধ্যে নিষ্পত্তি করতে ইসিকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি আশফাকুল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ মঙ্গলবার (১৮ ডিসেম্বর) এ আদেশ দেন।

একই সঙ্গে ধানের শীষ প্রতীক নিয়ে জামায়াতের নির্বাচন করার বিরুদ্ধে সংক্ষুব্ধ ব্যক্তির আবেদন কেন গ্রহণ করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। জামায়াতের ২২ নেতাকে ধানের শীষ প্রতীক দেয়ার বিরুদ্ধে সোমবার হাইকোর্টে রিট করেন বাংলাদেশ তরিকত ফেডারেশনের সেক্রেটারি জেনারেল রেজাউল হক চাঁদপুরী। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, নিবন্ধন বাতিল হওয়ার পর জামায়াত নেতাকে ধানের শীষ প্রতীক দেয়া আদালতের আদেশের পরিপন্থী।

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, তারা জামায়াতে ইসলাম করতেন এবং জামায়াতে ইসলামী কোটা হিসেবে তাদেরকে বিভিন্ন আসনে প্রার্থিতা দেওয়া হয়েছে। এটা সম্পূর্ণভাবে রায়ের পরিপন্থী। এছাড়া আমরা যে স্পিড নিয়ে আমরা যুদ্ধাপরাধের মামলার বিচার করছি, তারও পরিপন্থী।