কর বাতিলের দাবিতে সিংগাইর এলাকায় মানববন্ধন ।

Loading

তামাক জাত দ্রব্য বিড়ির ওপর অর্পিত কর বাতিলের দাবিতে সিংগাইর এলাকায় মানববন্ধন করা হয়েছে।

আজ দুপুরে পূর্ববাকুম জনপদে এই মানববন্ধন করা হয়। বৃহওর বিড়ি ভোক্তা পক্ষের ব্যানারে এতে অংশ নেয় বিড়ি তৈরি শ্রমিকরা। ট্যাক্র বাতিল ও বিড়ি তৈরি প্রতিষ্ঠানকে কুটি শিল্প ঘোষনার মৌলিক দাবি তাদের। গেল বছরে ২০০৯ সালে প্রধান মন্ত্রী বাজেট অধিভিশনে বিড়ির উপর করমুক্ত আহবান করেছিলেন তা বাস্তবায়নের ও দাবী করেন বিড়ি শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ। এসময় তারা বিড়ির ট্যাক্ বাতিল না করা পর্যন্ত বিভিন্ন কর্মসূচির ঘোষনা দেয়।

বিড়ি শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের শ্রমিকরা হাতে হাতরেখে ব্যানার ,ফেষ্টুন, কার্ড নিয়ে মানববন্ধনে অংশ নেয়। এ সময় অনেকের মধ্যে উপস্থিত ছিলেন বিড়ি শ্রমিক ঐক্য ফেডারেশন সভাপতি , সাধারণ সম্পাদক, সহ অনেকে।