প্রচ্ছদ বাংলাদেশ খুলনা বেনাপোল ব্যাংকার্স ফোরাম গঠিত : সভাপতি রকিবুল হাসান সম্পাদক আবুল হাসান

বেনাপোল ব্যাংকার্স ফোরাম গঠিত : সভাপতি রকিবুল হাসান সম্পাদক আবুল হাসান

দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোলে অবস্থিত সকল সরকারি-বেসরকারি ব্যাংকে কর্মরত কর্তাদের নিয়ে বুধবার সকালে সোনালী ব্যাংক বেনাপোল শাখায় বেনাপোল ব্যাংকার্স ফোরাম (বিবিএফ) গঠিত হয়েছে।

১৬ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদের সভাপতি মনোনীত হয়েছেন বেনাপোল সোনালী ব্যাংক লিমিটেড এর ম্যানেজার এ আর এম রকিবুল হাসান এবং সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন আল আরাফাহ ইসলামী ব্যাংক লিঃ এর ম্যানেজার মোহাম্মদ আবুল হাসান। ফোরামের কার্যনির্বাহী পরিষদের মেয়াদকাল থাকবে এক বছর।

বেনাপোলস্থ ব্যাংক সমূহের যে সকল ম্যানেজার/শাখা প্রধানগণ কার্যনির্বাহী পরিষদের মনোনীত হয়েছেন তারা হলেন সহ-সভাপতি মোঃ আবুল হোসেন, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ, সাংগঠনিক সম্পাদক এম এম আশিকুজ্জামান, এবি ব্যাংক লিমিটেড, কোষাধ্যক্ষ মাহবুবুর রহমান, ব্র্যাক ব্যাংক লিমিটেড, দপ্তর সম্পাদক মোঃ তরিকুল ইসলাম, দি সিটি ব্যাংক লিঃ।

কার্যনির্বাহী সদস্য হয়েছেন একেএম মোস্তাফিজুর রহমান, জনতা ব্যাংক লিমিটেড, মোঃ তছির উদ্দীন বিশ্বাস, অগ্রণী ব্যাংক লিমিটেড, মোঃ শফিকুল হোসেন, স্ট্যান্ডার্স ব্যাংক লিমিটেড, মোঃ আশরাফুল আলম, সিমান্ত ব্যাংক লিমিটেড, মোঃ মফিদুল হাসনাত, ডাচ বাংলা ব্যাংক লিমিটেড, রিপন কুমার বিশ্বাস, পূবালী ব্যাংক লিমিটেড, মোঃ আমিনুর রহমান, ন্যাশনাল ব্যাংক লিমিটেড, মোঃ জোবায়ের হোসেন, আইএফআইসি ব্যাংক লিমিটেড, মোঃ মোশারেফ হোসেন, আইসিবি ইসলামী ব্যাংক লিমিটেড ও গৌতম কুমার দে, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক।