ভারত থেকে অবৈধ অনুপ্রবেশের সময় বেনাপোলে ২ নারী আটক ।

বেনাপোল(যশোর)প্রতিনিধি : ভারত থেকে অবৈধ পথে দেশে ফেরার সময় রুদ্রপুর ক্যাম্পের বিজিবি’র সদস্যরা রুদ্রপুর সীমান্তে অভিযান চালিয়ে লায়লা খাতুন (৩০) ও সাবিনা খাতুন (২৫) নামে দুইজন নারীকে আটক করেছে। তবে এ সময় পাচারকারী চক্রের কাউকে আটক করতে পারেনি বিজিবি।মঙ্গলবার (২৩/০৭/১৯)তারিখ রাতে তাদের দুইজনকে আটক করা হয়।
আটক লায়লা নড়াইল জেলার কালিয়া থানার নয়াগ্রামের মৃতঃ তারা মিয়া শেখের মেয়ে ও ছাবিনা টাঙ্গাইল জেলার কালিহাতি থানার বাবলা গ্রামের আবু হানিফের মেয়ে।
২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক ইমরান উল্লাহ সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে, রুদ্রপুর বিওপির একটি টহল দল শার্শা থানাধীন পশ্চিম রুদ্রপুর আম বাগানের মধ্যে অভিযান চালিয়ে তাদের আটক করেন।
আটককৃত নারীদের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।