মাগুরার শ্রীপুরে কেমিক্যাল ও ছাইয়ের গুদামে অগ্নিকান্ডে কোটি টাকারক্ষতি ঢাকা-খুলনা মহাসড়কে দুই ঘন্টা যান চলাচল বন্ধ ।

Loading

আশরাফ হোসেন পল্টু,মাগুরা প্রতিনিধি ঃ মাগুরার শ্রীপুরের চায়না কোম্পানির কেমিক্যাল ও ছাই এর গুদামে গতকাল বৃহস্পতিবার অগ্নিকান্ডে প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে।

এ ঘটনায় ঢাকা-খুলনা মহাসড়কের যান চলাচল প্রায় দ্’ুঘন্টা বন্ধ থাকে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে যে, বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে এই অগ্নিকান্ডের সুত্রপাত হয়ে থাকতে পারে।

গুদামের শ্রমিক জিহাদ হোসেন জানান, গত তিন বছর ধরে চায়না কোম্পানি ঢাকা-খুলনা মহাসড়কের পাশে ওয়াবদা বাজারে হাজি ফরহাদ হোসেনের ঘর ভাড়া করে কেমিক্যাল ও ছাই গুদামজাত করে। বৃহস্পতিবার সকালে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে গুদামে আগুন ধরে যায়। এ সময় মাগুরা ফায়ার সার্ভিস অফিসে ফোন দিলে তারা ঘটনা স্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় ঐ কোম্পানির দোভাষী মোঃ আলম জানান, অগ্নিকান্ডে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে।

মাগুরা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক গোলাম সরোয়ার জানান, সংবাদ পেয়ে মাগুরা, শ্রীপুর ও ফরিদপুরের মধুখালী ফায়ার সার্ভিস এর তিনটি ইউনিট দুই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। এ সময় এলাকার জনতার ভিড়ে ঢাকা-খুলনা মহাসড়কে দু’ঘন্টা যানবাহন চলাচল বন্ধ থাকে।