প্রচ্ছদ অপরাধ মাগুরার শ্রীপুরে জনতার আদালত পত্রিকার সম্পাদকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

মাগুরার শ্রীপুরে জনতার আদালত পত্রিকার সম্পাদকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

Loading

আশরাফ হোসেন পল্টু,মাগুরা প্রতিনিধি : মাগুরার শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয় সামনে বুধবার সকালে জনতার আদালত পত্রিকার সম্পাদক ও বাসসের রাজবাড়ী জেলা প্রতিনিধি নূরে আলম সিদ্দিকির নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

শ্রীপুর প্রেস ক্লাব আয়োজিত এ মানববন্ধনে উপস্থিত ছিলেন শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি মুসাফির নজরুল, সাধারণ সম্পাদক আশরাফ হোসেন পল্টু, সাংগঠনিক সম্পাদক নাসিরুল ইসলাম, মাগুরার বাণীর সম্পাদক ও সিনিয়র সাংবাদিক মোঃ সাইফুল্লাহ, সাংবাদিক বিকাশ বাছাড়, সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ প্রমুখ।

মানববন্ধনের একাত্মতা ঘোষণা করেন উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোল্যা মতিয়ার রহমান, উপজেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি স্বর্ণালী জোয়ারদার রিয়া, উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাংবাদিক মোঃ জাহিদুল ইসলাম জুয়েল, উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা সীমা জোয়ারদার।

এ বিষয়ে শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি মুসাফির নজরুল বলেন, জনতার আদালত পত্রিকার সম্পাদক ও বাসসের রাজবাড়ী জেলা প্রতিনিধি নূরে আলম সিদ্দিকির নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।