মাগুরায় একই ওড়না একই আড়ার সাথে পেঁচিয়ে একসাথে বেয়াই-বেয়াইনের আত্মহত্যা
আশরাফ হোসেন পল্টু,মাগুরা প্রতিনিধি : মাগুরায় একই ওড়না একই আড়ার সাথে পেঁচিয়ে এক সাথে বেয়াই-বেয়াইন আত্মহত্যা করেছে। মাগুরার সদর থানার পুলিশ ঝুলন্ত অবস্থায় লাশ দুটি উদ্ধার করেছে। নিহতরা হলো সাগর বিশ্বাস (২২) ও পিংকি রানী (১৯)। তারা একে অপরের বেয়াই-রেয়ান। বুধবার রাতে মাগুরা সদর উপজেলার বাটাজোড় গ্রামে নিহত পিংকির শ্বশুর বাড়িতে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিক ভাবে এটিকে আতœহত্যা বলে ধারণা করছে মাগুরা পুলিশ। নিহত সাগর বিশ্বাস ঝিনাইদহ সদর উপজেলার বাসিন্দা শ্যামল বিশ্বাসের ছেলে। নিহত অপরজন হলেন বাটাজোড় গ্রামের রাম প্রসাদের স্ত্রী পিংকি রানী। ওই যুবতির বাবার বাড়ি নড়াইল জেলায়।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইফুল ইসলাম জানান, নিহত দুইজনই সম্পর্কে বেয়াই-বেয়াইন। তারা দু’জনই বুধবার বিকালে ঝিনাইদহ ও নড়াইল থেকে ওই বাড়িতে এসেছিলেন। এ ঘটনা যখন ঘটে তখন পিংকির স্বামী নরসুন্দর রাম প্রসাদসহ পরিবারের কেউ ঔইসময় বাড়িতে ছিলেন না। নিহতরা ঘরের একটি আড়ার সাথে গলায় ওড়না দিয়ে ঝুলে ছিল।
তাৎক্ষণিকভাবে ধারণা করা হচ্ছে, প্রেম বা বিবাহ বহির্ভূত সম্পর্কের কোন জটিলতার কারণে আতœহত্যার ঘটনা ঘটতে পারে। রাতে ঘরের দরজা বন্ধ দেখে দরজা ভেঙে পরিবারের লোকজন দু’জনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।