মাগুরায় পিস্তলসহ তিন যুবক আটক ।

আশরাফ হোসেন পল্টু,মাগুরা প্রতিনিধিঃ মঙ্গলবার বিকেলে মাগুরার মহম্মদপুর উপজেলার ঘুল্লিয়া হাতিগাড়া ব্রিজ এলাকা থেকে পিস্তলসহ তিন যুবককে আটক করেছে মহম্মদপুর থানা পুলিশ।

আটককৃতরা হলো চিত্তবিশ্রাম গ্রামের মসিউর রহমানের পুত্র সোহাগ(২৫), সাইফার রহমানের পুত্র শহিদুল ইসলাম(২৪) ও শরিফুল ইসলামের পুত্র পিয়াস(২৭) । আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের হয়েছে। এবিষয়ে মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ তারক বিশ্বাস ঘটনার সত্যতা স্বীকার করেছেন।