মাগুরায় সত্তরোর্ধ বৃদ্ধকে কুপিয়ে জখম এর প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন ।

আশরাফ হোসেন পল্টু,মাগুরা প্রতিনিধি ঃ মাগুরা সদর উপজেলার গোপালগ্রাম ইউনিয়নের বাহারবাগ গ্রামের পূর্বপাড়া এলাকার হাসেম মোল্লা(৭৫) নামে এক বৃদ্ধকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্বক আহত করেছে প্রতিপক্ষ শত্রুরা।

আহত হাসেম মোল্লাকে আশংকাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত হাসেম মোল্লার পুত্র ইমরান মোল্লা জানান, স্থানীয় প্রতিপক্ষ রফিক,সজিব ও আতর আলীর সাথে তাদের জমি- জমা সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিনের বিরোধ রয়েছে এবং আদালতে এ সংক্রান্তে মামলা বিচারাধীন।

আজ বৃহস্পতিবার ঔই মামলার চুড়ান্ত রায়ের দিন ধার্য ছিল। মুলত ঃ মামলায় পরাজিত হবার আশংকায় তার পিতাকে গত বুধবার রাতে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে নির্জন জায়গায় ফেলে রেখে পালায়ে যায় প্রতিপক্ষ শত্রুরা। পরে স্থানীয় লোকজন বৃদ্ধ হাসেম মোল্লার আর্তনাদ শুনতে পেয়ে তাকে উদ্ধার করে দ্রুত মাগুরা সদর হাসপতালে ভর্তি করেন। এখানে তার অবস্থার অবনতি ঘটলে চিকিৎসক তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

এঘটনার প্রতিবাদে আজ বৃহস্পতিবার সকালে বাহারবাগ বাজারে এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করেছে। মাগুরা সদর থানার ওসি মোঃ সিরাজুল ইসলাম বলেন,ঘটনার পরপরই ঔই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে অভিযোগ পেলে ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।