মানিকগঞ্জের সিংগাইরে নকল কসমেটিক্স প্রসাধনী বিক্রয় করার সময় আটক ১ (ভিডিও)

Loading

নিজস্ব প্রতিবেদকঃ  সিংগাইরে নামি,দামি ব্র্যান্ড ইউনিলিভার কোম্পানির নামের, কিছু নকল কসমেটিক্স প্রসাধনী বিক্রয় সময় একজনকে হাতেনাতে গ্রেফতার করেছে সিংগাইর থানা পুলিশ ।

গতকাল (৯ আগস্ট) সোমবার রাত আটটার দিকে, সিংগাইরের একজন দোকানের মালিক মোঃ ফরিদুল ইসলাম , মুঠোফোনে পুলিশকে জানায়, তারা ইউনিলিভার কোম্পানির বেশ কিছু কসমেটিক্স ক্রয় করার জন্য অর্ডার দেন, কিন্তু একটি প্রতারক চক্র, তাদেরকে ইউনিলিভারের প্রসাধনীর পরিবর্তে ,নকল ইউনিলিভার কসমেটিকস প্রসাধনী তাদেরকে দেওয়ার চেষ্টা করছেন । খবর পেয়ে সিংগাইর থানা পুলিশ তাৎক্ষণিক ভাবে নকল ইউনিলিভার প্রসাধনী কসমেটিক্স যাহার বর্তমান বাজার মূল্য প্রায় পঞ্চাশ হাজার টাকা, সহ মোঃ সুমন মিয়া (৩২) নামের একজনকে আটক করেন ।

এ বিষয়ে দোকানদার ফরিদুল ইসলাম বলেন, আমি প্রায়ই ইউনিলিভার কোম্পানির মাল ক্রয় করি, এদের এমন মাল দেখে আমার সন্দেহ হাওয়ায় পুলিশকে খবর দেই, ধন্যবাদ সিংগাইর থানা পুলিশকে তাহারা তাৎক্ষণিক এ বিষয়ে পদক্ষেপ নেয়ার জন্য ।

এ বিষয়ে সিংগাইর সার্কেল সহকারী পুলিশ সুপার, মোঃ রেজাউল হক প্রেস ব্রিফিংয়ে বলেন, আমরা একজন আসামীকে ধরতে পেরেছি, আমরা পর্যায়ক্রমে এদের সহকারি সকলকে ধরতে সক্ষম হব ।

এসময় উপস্থিত ছিলেন,সিংগার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, সফিকুল ইসলাম মোল্যা, ওসি (তদন্ত) আবুল কালাম পিপিএম বার ও স্থানীয় সকল সাংবাদিকবৃন্দ ।