প্রচ্ছদঅপরাধমানিগঞ্জের সিংগাইরে ৫০০ গ্রাম গাঁজা সহ আটক ১
মানিগঞ্জের সিংগাইরে ৫০০ গ্রাম গাঁজা সহ আটক ১
স্টাফ রিপোর্টার: মানিকগঞ্জের সিংগাইরে ৫০০ গ্রাম গাঁজা সহ একজনকে আটক করেছে থানা পুলিশ ।
বৃহস্পতিবার (২০ অক্টোবর) রাত ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিংগাইর থানার ধল্লা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই, মাহফুজুল হাসান নেতৃত্বে , এস আই আমজাদ হোসেন ও কনস্টেবল সাদিক, সোহেলের সহযোগিতায় মাদকবিরোধী এক বিশেষ অভিযান পরিচালনা করে হাতেনাতে ৫০০ গ্রাম গাঁজাসহ খোরশেদ আলী (৩৫) নামের একজনকে গ্রেফতার করেন ।
এ বিষয়ে ধল্লা ফাঁড়ির ইনচার্জ এস আই, মাহফুজুল হাসান বলেন , সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সফিকুল ইসলাম মোল্লা স্যারের দিকনির্দেশনায় , আমরা গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযানটি পরিচালনা করে ৫০০ গ্রাম গাঁজাসহ এই আসামীকে ধরতে সক্ষম হই ।
এ বিষয়ে তিনি আরো বলেন, আসামি মাদক ব্যবসায়ী মোঃ খোরশেদ আলী জামালপুর জেলার রশিদপুর নয়াপাড়া এলাকার মৃত মেছের আলী ফকিরের ছেলে, তিনি লোক চক্ষুর আড়ালে থেকে বিভিন্ন সময় বিভিন্ন বাসা বাড়িতে ভাড়া থেকে দীর্ঘদিন যাবৎ এই মাদক ব্যবসা পরিচালনা করে এলাকার যুব সমাজ কে নষ্ট করে আসছে, তাকে ধল্লা ইউনিয়নের গাজিন্দা এলাকার আনোয়ার হোসেনের ভাড়াটিয়া বাড়ি থেকে গ্রেফতার করা হয় ।