মান্দায় দুইদিন পর যুবকের ভাসমান লাশ উদ্ধার ।

আপেল মাহমুদ,নওগাঁ :নওগাঁর মান্দায় নিখোঁজের দুইদিন পর রিংকু দাস ( ৩৫) নামে এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ । নিহত রিংকু দাস উপজেলার মৈনম ইউনিয়নের চাঁনপুর গ্রামের সুদেব চন্দ্র দাসের ছেলে । গত রোববার রাত ১১ টা থেকে তিনি নিখোঁজ ছিলেন।

মঙ্গলবার সকাল ৯টার দিকে প্রতিবেশীর পুকুর থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে নওগাঁ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে ।

নিহতের পরিবার সুত্রে জানা গেছে, রোববার রাত ১১টার দিকে গ্রামের মৎস্যজীবী পাড়ায় গান শোনার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে যান। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন । মঙ্গলবার সকালে প্রতিবেশী মিঠু সরকারের পুকুর থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয় ।

মান্দায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফফর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে । মরদেহের সুরতহাল প্রতিবেদনও তৈরি করা হয়েছে । ময়নাতদন্তের রিপোর্টে পেলেই মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে ।