রাজশাহীর আট উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে লড়বে যারা । উৎসব মুখর পরিবেশে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।
এতে চেয়ারম্যান পদে ২৬ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৩৭ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২৭ জন মনোনয়নপত্র দাখিল করেন।
চারঘাটে ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কাজী ফিরোজ আহম্মেদ লনি, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি গোলাম কিবরিয়া বিপ্লব, জেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষেদের সাধারণ সম্পাদক অসীত কুমার ঘোষ, পৌর যুবলীগের সভাপতি আবু সিনা চাঁদ, আওয়ামী লীগ নেতা রোকনুজ্জামান মুক্তা ও মাজদার রহমান। নারী ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা লীগের সভানেত্রী সাবেক নারী ভাইস চেয়ারম্যান জমেলা বেগম, যুব মহিলা লীগের সভানেত্রী পারভিন আরা, সাবেক ইউপি সদস্য তাজমিরা খাতুন ও শাকিলা খাতুন।
বাঘায় পুরুষ ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি আনোয়ার হোসেন মিল্টন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোকাদ্দেস আলী, পৌরসভা যুবলীগের সভাপতি শাহিন আলম, মিজানুর রহমান, জাতীয় পার্টি নেতা নেতা মহিদুল ইসলাম ও বিএনপি নেতা মখলেচুর রহমান মকুল। আর নারী ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ফাতেমা মাসুদ লতা, একই দল সমর্থীত রিজিয়া আজিজ সরকার ও গত নির্বাচনে বিএনপি থেকে নির্বাচিত ফারহান দিল আফরোজ রুমি।
দুর্গাপুরে ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিনয় সরকার, উপজেলা বণিক সমিতির সভাপতি আব্দুল মোতালেব, নওপাড়া ইউনিয়ন কৃষক লীগের সভাপতি রেজাউল করিম রেজা ও পৌরসভা যুবলীগের সভাপতি বেলাল হোসেন। নারী ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন, উপজেলা মহিলা লীগের সভানেত্রী বানেছা বেগম, যুব মহিলা লীগ নেত্রী শারমিন আক্তার পলি, জলিদা বেগম, রেবেকা বেগম ও শাহীদা আক্তার আখি।
তানোরে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে উপজেলা যুবলীগের সংগঠনিক সম্পাদক সোহেল রানা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওহাব হোসেন লালু মিয়া, সাদেকুল ইসলাম, যুবমৈত্রী নেতা আব্দুল বাক্কার। নারী ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ নেত্রী বন্দনা রানী ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সোনীয়া সরদার।
মোহনপুরে ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ নেতা মেহবুব হাসান রাসেল, শামসুল আলম, মহসিন আলী, বিন বেল্লাহ, সুরজিৎ সরকার, জাতীয় পাটি মোর্তুজা আলী। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন, আওয়ামী লীগের নেত্রী ডলি আক্তার নাজমা বিবি, সানজিদা রহমান, জাতীয় পার্টির নেত্রী বানেছা বেগম ও রিনা খানম।
বাগমারায় ভাইস চেয়ারম্যান হিসেবে মনোনয়ন দাখিল করেছেন, উপজেলা কৃষক লীগের সাধারন সম্পাদক ও স্থানীয় সাংসদের ব্যক্তিগত সহকারী আসাদুজ্জামান আসাদ, উপজেলা তরুন লীগের সাধারন সম্পাদক এ্যাডভোকেট এনামুল হক ও আউচপাড়া ইউনয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক শাহাদৎ হোসেন সাগর। এছাড়াও নারী ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল কলেন, উপজেলা যুব মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক প্রভাষক শাহীনুর খাতুন, ভবানীগঞ্জ পৌরসভা মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মমতাজ আক্তার বেবী ও সাবেক নারী ভাইস চেয়ারম্যান নাসিমা আক্তার।
গোদাগাড়ীতে ভাইস চেয়ারম্যান পদে পৌরসভা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল মালেক, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মাহবুবুর রহমান, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি সফিকুল সরকার, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সালমান ফিরোজ ফায়সাল ও জাতীয় পার্টি নেতা তোহিদুল ইসলাম। মহিলা ভাইস চেয়ারম্যান পদে একমাত্র মনোনয়নপত্র দাখিল করেছেন উপজেলা মহিলা লীগের সভাপতি সুফিয়া খাতুন মিলি।
পুঠিয়ায় পুরুষ ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ নেতা আব্দুল হান্নান, জামাল হোসেন এবং বেলপুকুর ইউপির সাবেক চেয়ারম্যান মুকুল হোসেন মনোনয়নপত্র দাখিল করেছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন, উপজেলা মহিলা লীগের সভাপতি মৌসুমি রহমান, মোসা: আকলিমা খাতুন, পরিজান বিবি এবং বর্তমান ভাইস চেয়ারম্যান মোসা: মতিয়া হক।