হুমায়ুন কবির,রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ‘পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গি সন্ত্রাসমুক্ত দেশ গড়ি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল থানা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে ২০১৯ পালিত হয়।
এ উপলক্ষে ২৬ অক্টোরব শনিবার সকালে রাণীশংকৈল থানা চত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে, উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে পরিষদ হল রুমে থানা অফিসার ইনচার্জ আব্দুল মান্নানের সভাপতিত্বেে এবং স্বাগত বক্তব্যের মধ্যদিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য ইয়াসিন আলী ও সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি- সেলিনা জাহান লিটা। গেস্ট অব অনার হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিনিয়র সহকারি কমিশনার ( ভূমি) সোহাগ চন্দ্র সাহা, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, অধ্যক্ষ তাজুল ইসলাম, ওসি তদন্ত খায়রুল আনাম ডন, উপজেলা আ’লীগ সহ- সভাপতি মোশারফ হোসেন বুলু, যুগ্ন সাধারণ সম্পাদক, আহম্মদ হোসেন বিপ্লব, পৌর আ’লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, আ’লীগ সদস্য প্রশান্ত বসাক, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান প্রমুখ।
এছাড়াও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মাহাফুজা বেগম, বাচোর ইউনিয়ন চেয়ারম্যান জীতেন চন্দ্র রায়, নন্দুয়ার ইউনিয়ন চেয়ারম্যান জমিরুল ইসলাম, , ইসলামী ফাউন্ডেশনের সুপার ভাইজার ফরাদুজ্জামান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সভাপতি নওরোজ কাউসার কানন, উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সাধন বসাক, হিন্দু বোদ্ধ ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অনুপ বসাক, প্রেসক্লাব ( পুরাতন) সভাপতি ও প্রধান শিক্ষক কুসমত আলী, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম শিল্পী, রাণীশংকৈল প্রেসক্লাব সভাপতি ফারুক হোসেন, সম্পাদক আনোয়ার হোসেন, সকল থানা পুলিশ সদস্য , গ্রাম্য পুলিশসহ সামাজিক, রাজনৈতিক , প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা পুলিশকে সার্বক্ষণিক মানুষের সেবায় নিজেক নিয়োজিত থাকাসহ, যেন কেউ বিনা অপরাধে হয়রানির শিকার না হয় সে ব্যাপারে পরামর্শ দেন। অনুষ্ঠান সঞ্চলনা করেন সাব ইন্সিপেক্টর মোমিনুর রহমান।