হুমায়ুন কবির, রাণীশংকৈল, (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ “মাছ উৎপাদন বৃদ্ধি করি, সুখী সমৃদ্ধি দেশ গড়ি” এই শ্লোগানকে সামনে রেখে সারা দেশের ন্যায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ২২ জুলাই বুধবার জাতীয় মৎস্য সপ্তাহ (২১-২৭ জুলাই) পালন উপলক্ষে উপজেলা পরিষদ পুকুরে ৩০ কেজি মাছের পোনা অবমুক্তকরণ করা হয়েছে।
এ উপলক্ষে এ দিন দুপুর ১২ টায় উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী আফরিদা ও মৎস্য কর্মকর্তা রাকিবুল ইসলাম পোনা অবমুক্তকরণ করে মৎস্য সপ্তাহের শুভ উদ্ধোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেফালি বেগম, মৎস্য বিভাগের বিভিন্ন কর্মকর্তা- কর্মচারী, সাংবাদিক বৃন্দ প্রমুখ।
এ সম্পর্কে উপজেলা চেয়ারম্যান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবছর মৎস্য সপ্তাহ পালন করার নির্দেশ দেন। এরই ধারাবাহিকতায় আজকের এ কার্যক্রম। তিনি আরো বলেন, করোনা পরিস্থিতিতে আমরা স্বাস্থ্যবিধি মেনে জাতীয় মৎস সপ্তাহ পালন করছি। পরিস্থিতি অনুকুলে থাকলে আরও জাঁকজমকপূর্ণভাবে পালন হতো।