রাণীশংকৈলে বাল্য বিবাহ করায় ইউপি সদস্য বরখাস্ত

Loading

হুমায়ুন কবির রাণীশংকৈল, (ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার বাচোর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য তুলা রামকে বাল্য বিবাহ করার অপরাধে বহিষ্কার করা হয়েছে।

স্থানীয় সরকার বিভাগ কর্তৃক গত ১ ফেব্রুয়ারি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ আদেশ জারি করা হয়।

জানা গেছে, ইউপি সদস্য তুলা রাম এক গত ডিসেম্বর মাসে অষ্টম শ্রেণি পড়ুয়া ১৪ বছরের ছাত্রীকে বাল্য বিবাহ করে।এ অপরাধে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯- এর ৩৪(৪) (ঘ) ধারা অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

রাণীশংকৈল উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,আজ সোমবার ৫ ফেব্রুয়ারী স্থানীয় সরকার বিভাগ কর্তৃক ওই ইউপি সদস্যদের সাময়িক বরখাস্তের একটি চিঠি পেয়েছি।