রাণীশংকৈলে সেচ্ছাসেবী সংগঠনের বিনামূল্যে  জীবাণুনাশক স্প্রে কার্যক্রম 

Loading

রানীশংকৈল (ঠাকুরগাঁঁও)প্রতিনিধিঃ করোনা সংকট মোকাবেলায় ” সবার উপরে দেশ, দেশের উন্নয়ন, করি মূল্যায়ন “এমন একটি শ্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলাতে ২৭ মার্চ শুক্রবার সকাল থেকে  দুপুর পর্যন্ত চাঁদনী মহাসড়ক সহ পৌর শহরের বিভিন্ন স্থানে, যানবাহনে জীবাণু নাশক বিনামূল্যে স্প্রে করতে দেখা যায়।

এটি একটি স্বেচ্ছাসেবী সমাজকল্যানমূলক সংগঠন। কয়েকদিন থেকেই পৌরশহরে বিভিন্ন এলাকায় তারা এ কাজ করে যাচ্ছেন। জানা যায়, বাংলাদেশ সোসাইটি অফ ক্নিনার্স এর উদ্যোগে আহবায়ক  আহসান হাবিবের নেতৃত্বে ক’জন তরুণসহ এ কার্যক্রম অব্যাহত রেখেছেন। সংগঠনটির অন্যান্য সদস্যরা হলেন, পৌরশহরের, সানোয়ার হোসেন, সোহেল রানা ও হযরত আলী

তাঁরা জীবাণুনাশক পাউডারের সাথে পানি মিশিয়ে  বিভিন্ন দোকানপাট, রিক্সা-ভ্যান, হালকা যান,মোটরগাড়ি, বাইসাইকেল, ক্লিনিক, মসজিদ ও দূরপাল্লার পিকআপে ব্লিচিং পাউডারের মাধ্যমে স্প্রে করে সাধারণ মানুষের জন্য সমাজ কল্যাণমূলক সেবা করে যাচ্ছেন। এ নিয়ে বিভিন্ন সচেতন মহলে  স্বেচ্ছাসেবী সংগঠনটির মহৎ উদ্যোগের জন্য তাঁরা বেশ সুনাম ছড়িয়ে পড়েছে ।

আহসান হাবিব বলেন, করোনা মুক্ত না হওয়া পর্যন্ত আমরা জনস্বার্থে এ কার্যক্রম চালিয়ে যাবো ইনশাল্লাহ্ ।