প্রচ্ছদঅপরাধরানীশংকৈলে প্রতিমা বসিয়ে অভিনব কায়দায় জমি দখল
রানীশংকৈলে প্রতিমা বসিয়ে অভিনব কায়দায় জমি দখল
হুমায়ুন কবির রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় রাতের আঁধারে অবৈধ ভাবে প্রতিমা বসিয়ে জমি দখল করার অভিযোগ উঠেছে । উপজেলার বাচোর ইউনিয়নের ভাংবাড়ী বিলের মাঝখানে নির্জন আবাদি জমিতে এ ঘটনা ঘটে। জানা যায়, শ্রী পবেন্দ্র ওরফে টুনু রামের ছেলে জগদিশ ওরফে জগ রাম আবাদি জমি নিজ দখলে নিতে দু’দিন আগে রাতের আঁধারে প্রতিমা বসান।
জমি দখলের এ অভিনব ঘটনায় হিন্দু ও মুসলিম সমপ্রদায়ের মধ্যে চাঞ্চল্য বিরাজ করছে । সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে আবু সুফিয়ান নামে এক ব্যক্তি অভিযোগ করে বলেন, ‘প্রায় বিশ বছর যাবৎ এক নম্বর খাস খতিয়ানের ৪৭৩৫-৩৬ দাগের ৫১ শতাংশ জমি শ্রী পবেন্দ্র ওরফে টুনু রামের নিকট ক্রয় করেছি ’।
এদিকে জগদিশ ওরফে জগরাম জানায়, ‘ আবু সুফিয়ান জমিটি আমার বাবার কাছ থেকে ক্রয় করেন, সে নাকি দশ সমাজে বসে কাগজ দেখাবে, তারপর সমাধান হবে’।
এদিকে সংশ্লিষ্ট ইউনিয়ন চেয়ারম্যান জিতেন্দ্রনাথ রায় বলেন, ‘ফোনে আমি বিষয়টি জেনেছি, আশা করি বিষয়টি নিয়ে বসে সমাধান করা হবে’। ঐ ইউনিয়নের বাসিন্দা রাণীশংকৈল উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহম্মেদ জানান, ‘আমিও বিষয়টি শুনেছি। এ বিষয়ে আবু সুফিয়ান আমার নিকট অভিযোগ করেছেন।