![]()
![]()
মেয়র পদে আওয়ামী লীগ দলীয় মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান পেয়েছেন নৌকা প্রতীক, বিএনপি দলীয় মনোনীত প্রার্থী মাহামুদুল নবী পান্না বিশ্বাস পেয়েছেন ধানের শীয় প্রতীক, জাতীয় পার্টির দলীয় মনোনীত প্রার্থী আলমগীর হোসেন পেয়েছেন লাঙ্গল প্রতীক। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা হলেন, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক রফিউল ইসলাম (ভিপি) পেয়েছেন কম্পিউটার প্রতীক, উপজেলা যুবলীগের সভাপতি ও বর্তমান মেয়র আলমগীর সরকার পেয়েছেন ক্যারামবোর্ড প্রতীক উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নওরোজ কাউসার কানন পেয়েছেন চামুচ প্রতীক, উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ইস্তেকার আলম পেয়েছেন মোবাইল ফোন প্রতীক,রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ও বর্তমানে আ’লীগ নেতা রুকুনুল ইসলাম ডলার পেয়েছেন রেল ইঞ্জিন প্রতীক, উপজেলা যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক আব্দুল খালেক পেয়েছেন জগ প্রতীক, পৌর আওয়ামী লীগের সদস্য ও উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সাধন বসাক পেয়েছেন নারিকেল গাছ প্রতীক, বিএনপি’র বিদ্রোহী প্রার্থী পৌর বিএনপি’র সহ-সভাপতি ও সাবেক মেয়র মোকলেসুর রহমান পেয়েছেন কাপড় ঝুলানো হ্যাংগার প্রতীক এবং স্বতন্ত্র প্রার্থী মোকারম হোসাইন পেয়েছেন ইস্ত্রি মেশিন প্রতীক। একিই সাথে কাউন্সিলর এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলরদেরও প্রতীক বরাদ্দ দেয়া হয়। উপজেলা রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কমিশন প্রতীক বরাদ্দের সময় সকল প্রার্থীকে নির্বাচনী আচরণবিধি সম্পর্কে দিক নির্দেশনা প্রদান ও আচরণ বিধি লঙ্ঘন না করার পরামর্শ প্রদান করেন। এবং আগামী ১৪ ফেব্রুয়ারি ভোট গ্রহণে সকলের সহযোগিতা কামনা করেন।