রাষ্ট্রীয়ভাবে পাকিন্তানকে ক্ষমা চাওয়ার দাবিতে রাজশাহীতে মানববন্ধন

Loading

সৌমেন মন্ডল, রাজশাহী ব্যুরোঃ একাত্তরের শহীদ বুদ্ধিজীবী হত্যাকারী পাক সেনাদের বিচার এবং রাষ্ট্রীয়ভাবে পাকিন্তানকে ক্ষমা চাওয়ার দাবিতে মানববন্ধন ও সাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (১৪ ডিসেম্বর) বেলা ১১টার দিকে রাজশাহী নগরীর সাহেব বাজার জিরোপয়েন্ট এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে রাজশাহীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ছাড়াও সমাজের বিভিন্ন পর্যায়ের মানুষ উপস্থিত ছিলেন।

মানববন্ধন থেকে দাবি তোলা হয়- ’৭১ সালে বাংলাদেশকে মেধা শূন্য করার জন্যই মূলত পাক সেনারা বুদ্দিজীবীদের হত্যা করেছে। তারা চেয়েছিল, এই দেশটি যেনো আর মাথা তুলে না দাঁড়াতে পারে। বুদ্দিজীবীদের হত্যার মধ্যদিয়ে মেধা শূন্য রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল তারা।

মানববন্ধন থেকে আরও দাবি তোলা হয়- যে পাক সেনারা এমন হত্যাকাÐ চালানোর কারণে রাষ্ট্রীয়ভাবে পাকিন্তানের ক্ষমা চাইতে হবে।