সাভারের রাজফুলবাড়িয়ার রাজাঘাট এলাকায় কীটনাশক পান করে তিন শিশু গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ।

Loading

বিপ্লব সাভার ঃ সাভারে ঘরে রাখা কীটনাশক পান করে একই পরিবারের তিন শিশু গুরুতর অসুস্থা হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন তিন শিশুর অবস্থাা আশঙ্কাজনক।
গতকাল রাতে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়ার রাজাঘাট এলাকার জনৈক মোখলেছ এর বাড়িতে এঘটনা ঘটে।

শিশু তিনটির মা পারভিন বেগম জানান রাতে ওয়ারড্রপে রাখা তেলাপোকা মার কীটনাশক পাউডার খান তাদের আড়াই বছরের ছেলে আলিফ,দেড় বছরের মেয়ে মিম ও দেড় বছরের মেয়ে সুমাইয়া।

পরে শিশু তিনটি গুরুতর অসুস্থা হয়ে পড়লে তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালের এন আইসিউতে ভর্তি করা হয়। শিশু তিনটির অবস্থাা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

অন্যদিকে সাভারের ব্যাংক টাউন এলাকায় স্বামীর নির্যাতন সইতে না পেরে হাফিজা বেগম নামের (৩৩) এক গৃহবধু বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছে। পরে তাকে এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।