সাভারের হেমায়েতপুরের শ্যামপুর এলাকায় দীপ্ত এ্যাপারেলন্স কারখানায় বকেয়া বেতনের দাবিতে বিক্ষুব্ধ শ্রমিকরা(ভিডিও)

Loading

 

বিপ্লব,সাভার ঃ বকেয়া বেতনের দাবিতে সাভারে একটি তৈরি পোশাক কারখানার সামনে অবস্থান নিয়েছে বিক্ষুব্ধ শ্রমিকরা। রোববার সকাল থেকেই কারখানার সামনে প্রায় চার হাজার শ্রমিক অবস্থান নেয়। এদিকে যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাটির সামনে পুলিশের জলকামান ও অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

শ্রমিকরা জানায় সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরের শ্যামপুর এলাকায় দীপ্ত এ্যাপারেলন্স কারখানায় ৭৫ লক্ষ টাকা বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে। পরে পল্লী বিদ্যুৎ কতৃপক্ষ কারখানাটির বিদ্যুৎ সংযোগ বিছিন্ন করে দিলে কারখানাটি গত কয়েকদিন আগে শ্রমিকদের জুন মাসের বেতন পরিশোধ না করে অবৈধ ভাবে বন্ধ ঘোষনা করেন মালিকপক্ষ।

পরে আজ কারখানাটি খোলার কথা থাকলে শ্রমিকরা সকালে কারখানার সামনে এসে জড়ো হলে কতৃপক্ষ শ্রমিকদের কারখানার ভিতরে প্রবেশ করতে দেননি। পরে শ্রমিকরা কারখানার সামনে অবস্থান নেয়। শ্রমিকদের দাবি ঈদের আগে করোনা ভাইরাসের মধ্যে কারখানা মালিক অবৈধ ভাবে শ্রমিকদের বেতন না দিয়ে কারখানা বন্ধ করে দিয়েছে এমন অবস্থায় তারা বিপাকে পড়েছেন। ঘর ভাড়া ও দোকান বাকি থাকায় তারা তারা চরম ভোগান্তির মধ্যে পড়েছেন।

পরে কারখানা কর্তৃপক্ষ এসে আগামী বৃহস্পতিবার বকেয়া বেতন দেওয়ার আশ্বাস দিলে , পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ।

এবিষয়ে মালিকপক্ষের সাথে যোগাযোগ করা হলে তারা কোন প্রকার কথা বলতে রাজি হয়নি।