সাভারের হেমায়েতপুরে এশিয়ান টিভির ৬ষ্ঠ বর্ষপূর্তী পালন।

সাভারের হেমায়েতপুরে বর্ণাঢ্য আয়োজনে এশিয়ান টিভির ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। ছয় পেরিয়ে সাতে পদার্পণ-সবার সাথে এশিয়ান টেলিভিশন। টিভির শুভ এই জন্ম দিন উপলক্ষ্যে সিংগাপুর-খ্যাত হেমায়েতপুর দর্শক ফোরাম আনন্দ র‌্যালী,কেক কাটা ও দোয়া মাহফিলের আয়োজন করে।

র‌্যালীটি হেমায়েপুরের লালন টাওয়ার থেকে শুরু হয়ে বিজয় চত্বর ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। প্রধান অতিথি ছিলেন সাভার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জনবান্ধব জন নেতা ফখরুল আলম সমর। পরে কেক কাটা ও দোয়ামাহফিল অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় সাংবাদিক ও কলামিষ্ট শামসুল হক বাবু ,এশিয়ান টিভির সাংবাদিক আহসান উল্লাহ, নিজাম আহমেদ মেম্বার, শেখ মো: আলতাফ হোসেন,মোহনা টিভির প্রতিনিধি জিয়া উদ্দিন,সাংবাদিক পার্থচক্রবর্তী, এশিয়ান টিভির দর্শক ফোরামের সদস্য সহ স্থানীয় সব শ্রেণী পেশার মানুষ।

এশিয়ান টিভির চেয়ারম্যান হারুন-অর-রশিদ এর দীর্ঘায়ু কামনা ,দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়। এশিয়ান টিভি সব মানুষের সুখ-দু:খের কথা বলবে এমনটাই প্রত্যাশা করছেন সাভারবাসী।