সাভারের হেমায়েতপুরে মবিল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ।ভিডিও সহ ।।

বিপ্লব সাভার : সাভারের হেমায়েতপুরে নাসরিন অটো মোবাইল নামক একটি মবিলের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে হেমায়েতপুরের নাসরিন অটোমবিল কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ।

আগুন নেভানোর সময় বয়লার বিস্ফোরণে ফায়ার সার্ভিসের তিন কর্মী গুরুতর আহত হয়েছেন। আহত কারীরা হলেন নুর মোহাম্মদ (২৬) , ভজন সরকার (৩৭) ও পংকজ (২৩) কে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
আগুন নিয়ন্ত্রণে সাভার ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ও রাজধানীর কল্যাণপুরের একটি ইউনিটসহ চারটি ইউনিট কাজ করেছে ।
ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার লিটন আহমেদ বলেন,হেমায়েতপুরের নাসরিন অটোমবিল কারখানায় হঠাৎ আগুন লাগলে,অটোমবিল কারখানায় ইঞ্জিনিয়ার সাব্বির আহম্মেদ আমাদের প্রথমে জানান । পরে আমরা্ সাভার থেকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করি ।
অগ্নিকাণ্ডের বিষয়ে চাইলে সময়ের খবর ২৪ কে তিনি বলেন ,এটি মবিল কারখানা এখানে মবিল তৈরির কাজ চলছিলো , তার ভিতরেই এলপি গ্যাস ও অক্সিজেন সিলিন্ডার দিয়ে লোহা কাটার কাজ চলছিলো , এখান থেকে আগুনের সূত্র পাত হয়েছে বলে ধারনা করছি ।
এসময় ঘটনা স্থল পরিদর্শনে আসেন স্থানীয় চেয়ারম্যান জানাব ফকরুল আলম সমর সহ ঝাওচরের ইউপি-মেম্বার জনাব শাহআলম , টেনারী পুলিশ ফাঁড়ীর ইনচার্জ মোঃ ইবারত ও সাভার থানার এস,আই নাজমুল হুদা ।