সাভারে আওয়ামী লীগের ফেষ্টুন ভাংচুর, যুবদল নেতা মিনহাজ উদ্দিন মোল্লার নামে থানায় জিডি।

Loading

স্টাফ রিপোর্টারঃ ঢাকার সাভারে রাতের আধারে আওয়ামী লীগের ব্যানার ফেষ্টুন ভাংচুর করা হয়েছে।গত ১২ই ডিসেম্বর বৃহস্পতিবার রাতে পৌর সভার ১নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে । আসন্ন ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্যে সাভার পৌর আওয়ামী লীগের কর্যনিবাহী সদস্য মোঃ রমজান আহম্মেদ পৌর সভার ১নং ওয়ার্ডের  বিভিন্ন স্থানে মহান বিজয় দিবস উপলক্ষ্যে সাভার বাসীকে শুভেচ্ছা জানিয়ে মাননীয় প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু ও স্থানীয় এমপির ছবি সম্বলিত ফেষ্টুন ব্যানার দেয়।এ সময় রাতের আধারে মাননীয় প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু ও স্থানীয় এমপির ছবি সম্বলিত ফেষ্টুন ব্যানার গূলো ভেঙ্গে ফেলা হয়। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি সাধারন ডায়েরী জিডি করা হয়েছে।

এ ব্যাপারে সাভার পৌর আওয়ামী লীগের কার্যনিবাহী সদস্য মোঃ রমজান আহম্মেদ বলেন, আসন্ন ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু, স্থানীয় এমপি ও আমার নিজের ছবি দিয়ে সাভার বাসীকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে পৌর এক নং ওয়ার্ডের বিভিন্ন মহল্লায় ফেষ্টুন ব্যানার টাঙ্গানো হয়।

এক নং ওয়ার্ডের বিভিন্ন মহল্লায় ফেষ্টুন ব্যানার টাঙ্গানোর দায়ীত্ব দেয়া হয় জামসিং ভাটপাড়া এলাকার শেখ মিলন আহম্মেদকে।পরে বৃহস্পতিবার রাতে প্রতিপক্ষরা বিভিন্ন এলাকায় টাঙ্গানো ফেষ্টুন গুলি ভেঙ্গে ফেলে।

তিনি আরো বলেন, এ ঘটনায় ১৩ই ডিসেম্বর শেখ মিলন আহম্মেদ বাদী হয়ে যুবদল নেতা মোঃ মিনহাজ উদ্দিন মোল্লাসহ তিন জনের নাম উল্লেখ্য করে আরো চার পাঁচ জনকে অজ্ঞাত নামা দিয়ে সাভার মডেল থানায় একটি সাধারন ডায়েরী জিডি নং ৮০৫ করা হয়ছে।

এ ঘটনায় শেখ মিলন আহম্মেদ বলেন, সাভার পৌর আওয়ামী লীগের কার্যনিবাহী সদস্য সাভার পৌরসভার ১নং ওয়ার্ডের সম্ভব্য কাউন্সিলর প্রার্থী আমার শ্রদ্ধেয় প্রিয় নেতা মোঃ রমজান আহম্মদ ভাই আসন্ন মহান বিজয় দিবস উপলক্ষ্যে এলাকা বাসীকে শুভেচ্ছা জানাতে আমাকে তার ফেষ্টুন ব্যানার টাঙ্গানোর দায়িত্ব দেন। এবং আমি তা গুরুতের্বর সাথে ফেষ্টুনগুলি এক নং ওয়ার্ডের জামসিং, উত্তর জামসিং, দক্ষিন জামসিং নয়াবাড়ি, রেডিও কলোলী বাস ষ্টান্ড,ভাটপাড়া, ছায়াবিথী এলাকাসহ বিভিন্ন এলাকায় টাঙ্গিয়ে দেই।

পরে রাতের আধারে এক নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ও যুবদল নেতা মিনহাজ উদ্দিন মোল্লার নেতৃত্বে তার ছেলে মোঃ অন্তর মোল্লা দলবল সাথে নিয়ে আমাদের সবগূলিফেষ্টুন ভেঙ্গে দমড়ে মুছড়ে নিয়ে যায়।

এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম সায়েদ বলেন বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।