ধামরাইয়ে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা ওরিয়েন্টেশন অনুষ্ঠিত।

Loading

মোঃ সম্রাট আলাউদ্দিন (ধামরাই প্রতিনিধি) ধামরাইয়ে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন-২০১৩ বিষয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।আজ রবিবার দুপুরে পৌরসভার সভাকক্ষে অ্যাকসেস বাংলাদেশের সহ-প্রতিষ্ঠাতা মহুয়া পালের সভাপতিত্বে অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশন এর আয়োজনে ও মানুষের জন্য ফাউন্ডেশন ও ইউকেএইড সহযোগিতায় প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন-২০১৩ বিষয়ে ওরিয়েন্টেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই পৌর আওয়ামীলীগ সভাপতি ও ধামরাই পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা ।পৌরসভা আইন ২০০৯ ও প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন ২০১৩” বিষয়ে”ওরিয়েন্টশন” প্রগামে পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা তার বক্তব্যে বলেন প্রতিবন্দিদের জন্য পৌরসভার বাজেটে একলক্ষ টাকা বরাদ্দ রয়েছে এবং শীতবস্ত্র ও কম্বল বিতরনের সময়়় প্রতিবন্ধীদের তালিকা মধ্য যাদের নাম রয়েছে তাদের অগ্রাধিকার ভিত্তিতে এই অনুদান দেয়া হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর প্যানেল মেয়র শহিদুল্লাহ, কাউন্সিলর সাহেব আলী, প্রজেক্ট কো-অর্ডিনেটর জাহাঙ্গীর আলম, কাউন্সিলর মোহাম্মদ আলি, আব্দুর রহমান বাবুল, জাকির হোসেন, শিরিন আক্তার শিখা প্রমুখ।আলোচনা শেষে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপরকরণের মধ্য ব্যাগ, খাতা, কলম, পানির পট, টিফিন বক্স বিতরণ করা হয়।