সাভারে এক শিশুর লাশ উদ্ধার, বাবা ও সৎ মা আটক

বিপ্লব সাভার ঃ সাভারে একটি ঘরের ভিতর থেকে বাদশা মিয়া (৭) এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শিশুটির সৎ মা ময়না বেগম ও বাবা আনোয়ার শেখ কে আটক করেছে পুলিশ। 

বৃহস্পতিবার বিকেলে পৌর এলাকার দক্ষিন দরিয়াপুর মহল্লার ইউসুফ মাস্টারের ভাড়াটে বাড়ির একটি কক্ষ থেকে ওই শিশুর মরদেহটি উদ্ধার করেছে সাভার মডেল থানা পুলিশ।

নিহত শিশু সিরাজগঞ্জ জেলার শাহাজাদপুর থানার গোয়াশাল গ্রামের আনোয়ার শেখের ছেলে।

পুলিশ জানায় সন্ধ্যায় শিশুটিকে নির্মমভাবে শ্বাসরোধ করে করে হত্যা করে দুর্বৃওরা। পরে সাভার মডেল থানা পুলিশ খবর পেয়ে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে। এঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য শিশুটির বাবা আনোয়ার শেখ ও মা রিনা বেগমকে থানায় আনা হয়েছে।

থানা পুলিশ ও স্থানীয়রা জানায়, প্রতিদিনের মতো সকালে বাদশা মিয়াকে বাসায় রেখে তার বাবা গেন্ডা বাসষ্ট্যান্ডে মাছ বিক্রী করতে যান। পরে দুপুরে বাসায় খাওয়ার জন্য এসে ছেলেকে ঘরের ভিতরে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

তবে স্থানীয়দের অভিযোগ নিহত শিশুটির সৎ মা তাকে শ্বাসরোধ করে করে হত্যা করে থাকতে পারে। এঘটনায় পুলিশ তার সৎ মা ময়না বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে গেছে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, নিহতের মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এবিষয়ে সাভার মডেল থানার ওসি অপারেশন জাকারিয়া হোসেন বলেন শিশুটিকে কে বা কারা মেরেছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

এঘটনায় সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।