প্রচ্ছদ অপরাধ সাভারে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে কুপিয়ে আহত করেছে সন্ত্রাসীরা ।

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে কুপিয়ে আহত করেছে সন্ত্রাসীরা ।

জিয়ার রহমান বিশেষ প্রতিবেদিক সাভার ঃ পাঁচ লক্ষ টাকা চাঁদা না পেয়ে সাভারে জহিরুল ইসলাম (৪৭) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে আহত করেছে সন্ত্রাসীরা।

মঙ্গলবার সকালে সাভারের বিরুলিয়া ইউনিয়নের কাকাবর এলাকায় এঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায় কাকাবর এলাকায় রয়েল গ্রুপে দীর্ঘ দিন ধরে ব্যবসা করে আসছিলো জহিরুল ইসলাম। পরে তার কাছে প্রকাশ্যে পাঁচ লক্ষ টাকা দাবি করে আসছিলেন স্থানীয় সন্ত্রাসী বাবুল,সোহেল,রহমান উল্লাহ ও জাহাঙ্গীর। পরে সে চাঁদার টাকা দিতে অস্বীকার করায় সন্ত্রাসীরা সকালে তাকে কাকাবর এলাকায় ধরে এলোপাথারী ভাবে কুপিয়ে জখম করে।

পরে স্থানীয়রা আহত ব্যবসায়ীকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করে। স্থানীয়ারা জানায় ওই সন্ত্রাসীদের কারনে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে পড়েছে। অবিলম্বে তাদেরকে আইনের আওতায় আনার দাবি জানান তারা।

অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থাপনা নেওয়া হবে বলে জানিয়েছে সাভার মডেল থানার অফিসার ইনচার্য ওসি এ এফ এম সায়েদ।

এঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।